দেশের অন্যতম ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ড’ ২০২৫ এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের কাছ থেকে এন্ট্রি আহ্বান করেছে। এটি পুরস্কার প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ। প্রথমবারের মতো গতবছরই এই পুরষ্কারের প্রবর্তন করা হয়, যা বাংলাদেশে এজাতীয় প্রথম এওয়ার্ড প্রোগ্রাম। এই পুরস্কার প্রোগ্রামের লক্ষ্য হলো দেশের দ্রুত বিকাশমান ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে এক্সীলেন্স, উদ্ভাবন এবং নেতৃত্বকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান। এই পুরষ্কারের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির উল্লেখযোগ্য অর্জনকে তুলে ধরা হয়, যার মাধ্যমে তারা সেবার গুণগত মান ও পেশাদারিত্বে ক্ষেত্রে অনুকরণীয় বেঞ্চমার্ক স্থাপনে সক্ষম হয়েছেন। এই এওয়ার্ডে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ আতিথেয়তা শিল্পে প্রোডাক্ট ও শিল্পের ক্ষেত্রে এক্সিলেন্স অর্জনকারী বিভিন্ন প্রতিষ্ঠান; এবং সেরা হোটেলিয়ার, রেস্টুরেন্টার, সেরা ট্যুর গাইড, সেরা উদ্যোক্তাসহ ভ্রমণ ও আতিথেয়তা...