চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করতে পারেনি পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ২৫ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। ভারতের বিপক্ষে হাতাশজনক পারফরম্যান্সে দলের উপর রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। ‘সামা টিভি’তে আফ্রিদি সাইমের আউটটি য়ে বলেছেন, ‘ম্যাচ জিততে হলে এসব ব্যাটসম্যানকে রান করতে হবে। সাইম আইয়ুবের মাথা ঠান্ডা রাখা উচিত, নিজেকে তার এটা বলা উচিত। কন্ডিশন ও পিচ দেখে প্রথম বলটা খেলতে হবে। কিন্তু তুমি প্রথম বল থেকেই শহীদ আফ্রিদি হওয়ার চেষ্টা করছ।’ হারিস রউফ ও হাসান আলীর মতো অভিজ্ঞ দুই পেসারকে বিশ্রামে রেখে ভারতের মুখোমুখি হওয়ারও সমালোচনা করেন আফ্রিদি, ‘জেনুইন ফাস্ট বোলারদের বিশ্রাম দেওয়া হলো। ভারতের বিপক্ষে উদ্যমহীন আক্রমণভাগে...