একটি সিস্টেমের মধ্য দিয়ে সব প্লাটফর্ম ও আর্থিক হিসাবের ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে ‘ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম’ চালুর কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার ঢাকার একটি হোটেলে আলোচনা সভায় তিনি বলেন, “এর আগে উদ্যোগ ব্যর্থ হলেও এবার সফলভাবে চালু হবে। এর মাধ্যমে একটি গেটওয়ে দিয়ে সকল প্লাটফর্মের ডিজিটাল লেনদেন সম্ভব হবে।” ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সভায় কথা বলেন গভর্নর। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও গেটস ফাউন্ডেশন এটি আয়োজন করে। ‘ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম’ এ প্রযুক্তিগত সহায়তা দেবে গেটস ফাউন্ডেশন। গভর্নর বলেন, “দেশের জন্য একটি সমন্বিত তাৎক্ষণিক ‘পেমেন্ট সিস্টেম’ চালু করা জরুরি। পূর্বে চালু হওয়া একটি প্রকল্প ব্যবস্থাপনা ও মূলধন সমস্যার কারণে ব্যর্থ হয়েছিল। তবে গেটস ফাউন্ডেশনের সহায়তায় এবার একটি পরীক্ষিত এবং সময় পরীক্ষিত...