সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্তে নেমেছে দুদক। সোমবার সকালে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কলেজে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া কমিশনের কর্মকর্তারা বিকাল ৫টা পর্যন্ত কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। দুদক কর্মকর্তা সাধন কুমার বলেন, “দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে কলেজটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে কলেজের মাইক্রোবাস চলাচলের মাইলেজ ও কত লিটার তেল ব্যবহার হয়েছে, তা লক বইয়ে না থাকার প্রমাণ পেয়েছি। “গাড়িটি ছাত্রদের ব্যবহার করার কথা থাকলে শুধু অধ্যক্ষ নিজের কাজে ব্যবহার করার বিষয়টি আমাদের নজরে এসেছে। অথচ এই গাড়ির পরিবহন খরচ...