ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের একটি দোকানে টেস্টিং সল্ট রাখার অভিযোগে দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক। এ ঘটনায় ভিপি ও দোকানি উভয়ের স্বাক্ষরে একটি চুক্তিনামাও করা হয়। ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর। চুক্তিনামায় উল্লেখ করা হয়, দোকানে এক কেজি টেস্টিং সল্ট পাওয়ায় ৮ নং দোকানের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হলো। নির্ধারিত তিন দিনের মধ্যে জরিমানা পরিশোধ না করলে দোকানের চুক্তিনামা বাতিলের সুপারিশ করা হবে। ভিপি আজিজুল হক জানান, প্রথমে দোকানদার খাবারে টেস্টিং সল্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও তল্লাশির সময় এক কেজির সমপরিমাণ টেস্টিং সল্ট পাওয়া যায়।...