অন্যদিকে শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা এমন প্রশ্ন তুলে বলেন, ৫ আগস্ট থেকে প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। ফলে রাজনৈতিক কর্মসূচি পালন করা যাচ্ছে না। শিক্ষার্থীরাও বিভ্রান্ত। তাই ন্যূনতম সময়সীমা দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালুর পর নির্বাচন হলে সেটি বেশি ফলপ্রসূ হবে।শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ৫ আগস্টের পর প্রথম শাকসু নির্বাচনের দাবি আমরাই তুলেছিলাম। প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই ছাত্ররাজনীতি কল্যাণমুখী হোক। সেই লক্ষ্যেই আমরা নতুন কাঠামো প্রস্তাব করেছি এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ শাকসু নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালে। এর আগে ১৯৯৩ সাল থেকে তিনবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৮ বছর পর আবারও শাকসু নির্বাচন হতে যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে। শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন...