১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম বরিশালে আরো দুজনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এক নারীসহ দুজনের মৃত্যুর ফলে বরিশালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে ২২ জনের নাম যুক্ত হল। গত আগস্টের শেষভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা স্থিতিশীল হলেও, এক সপ্তাহের মধ্যেই আবার বৃদ্ধি পায়। গত পাঁচ মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১২ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। এর মধ্যে গত ১৫ দিনে প্রায় দেড় হাজার, আর আগস্ট মাসে সরকারি হাসপাতালে আরো প্রায় আড়াই হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত মাসেও সরকারি হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটে; চলতি মাসের প্রথম ১৫ দিনে মারা গেছেন আরো তিন জন। প্রতিদিন গড়ে সোয়া তিনশ ডেঙ্গু রোগী...