অর্থ পাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপে দেশে প্রবাসী আয় ও রপ্তানি আয়—দুটোই বেড়েছে। ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। সাধারণত এ অবস্থায় ডলারের দাম কমার কথা থাকলেও বাংলাদেশ ব্যাংক নিয়মিত ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২৬টি ব্যাংক থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ সময় প্রতি ডলার কেনা হয়েছে ১২১ টাকা ৭৫ পয়সা দরে। চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ১৭৪ কোটি ৭৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, অন্যদিকে ডলারের দামও ১২০ টাকার ওপরে থাকছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বর্তমানে প্রতিদিন দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মুদ্রার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে দেশের বাজারে ডলারের সরবরাহ, চাহিদা ও দামও নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে। এ জন্য প্রতিদিন...