পুরো ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ স্থগিত করতে অস্বীকার করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে এই আইনের কিছু বিধান স্থগিত করে আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পুরো ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ স্থগিত করতে অস্বীকার করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে এই আইনের কিছু বিধান স্থগিত করে আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওয়াকফ সংশোধনীতে একটি বিধানে কলেক্টরকে (জেলা প্রশাসক পদমর্যাদা) ক্ষমতা দেওয়া হয়েছিল যে তিনি ঘোষিত সম্পত্তি সরকারি কিনা তা নির্ধারণ করতে পারবেন। সেই ক্ষমতাবলে কলেক্টর সেই সংক্রান্ত আদেশও পাস করতে পারবেন। তবে এই বিধানটি আপাতত স্থগিত করেছেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের বেঞ্চ। এদিকে একজন ব্যক্তি পাঁচবছর ইসলামধর্ম পালন করলে তবেই ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন, এই বিধানও অন্তর্বর্তীভাবে স্থগিত করেছেন দেশটির শীর্ষ আদালত। উল্লেখ্য, গত ৫ এপ্রিল ভারতের প্রেসিডেন্ট...