চলতি বছরের সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখে জেন-জিদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন নেপালের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। দুর্নীতি নির্মূল, সুষ্ঠু শাসন এবং বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যম পুনরায় চালুর দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎই রুপ নেয় সহিংসতায়। এতে অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটে (কাঠমন্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা ৭২)। আহত হয়েছেন আরও শত শত মানুষ। সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে কয়েক বিলিয়ন রুপি। যা আগের আন্দোলনের (২০০৭, ২০৪৬ ও ২০৬৩ বিসি) তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে। এছাড়া এ বিক্ষোভের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন জোট সরকার পতন ঘটে দেশটিতে। নেপালের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় দেশের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। প্রধানমন্ত্রী হিসেবে তার সামনে রয়েছে বড় সুযোগ। একই...