নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের সপ্তাহব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের গর্ভনিং বডির সভাপতি রেজা আসাদ আল হুদা অনুপম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী মো. সামছুল আলম। এছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, গর্ভনিং বডির সদস্য ইসরাফিল প্রাং ও মোহাম্মদ জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৯৬ সালে রেলওয়ে কলোনীর ছোট ঘর থেকে যাত্রা শুরু হলেও আজ নারায়ণগঞ্জ চারুকলা শিল্পচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে মাস্টার্স প্রোগ্রাম চালু, সেশন জট নিরসন ও আটকে থাকা ফলাফল প্রকাশের দাবি জানান। অধ্যাপক আজহারুল ইসলাম শেখ...