টুঙ্গিপাড়া প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫১:৩৮ টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। টুঙ্গিপাড়া:গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদ মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে সুশিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি এ কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া। এছাড়া বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কুতুবুদ্দিন খান ও যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ...