ঢাকায় পর্যটন বিষয়ক মেলা ‘এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ এর দ্বাদশ আসরের পর্দা উঠছে বৃহস্পতিবার। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) তিন দিনের এই মেলা হবে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সংবাদ সম্মেলনে বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় ‘পর্যটন বিচিত্রার’ আয়োজনে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবারের এই মেলা হচ্ছে। তিনি বলেন, “এই আয়োজন কেবল একটি মেলা নয়—এটি পর্যটন ব্যবসায়ীদের মিলনমেলা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবারের মেলায় দেশ ও বিদেশ ভ্রমণের নানা প্যাকেজ অফার, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সেশন, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা ও সেমিনারসহ নানা আয়োজন...