খুলনায় হাসপাতাল থেকে চুরি যাওয়া চার দিনের নবজাতককে সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা নতুন বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত বেসরকারি ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়। এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মা ফারজানা আক্তার ঘুমিয়ে পড়েন। সে সময় নবজাতক নানির পাশে শুয়ে ছিল। ঘুম থেকে জেগে বাচ্চাকে না পেয়ে তিনি চিৎকার শুরু করলে খোঁজাখুঁজি শুরু হয়। নিজের সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত ফারজানা আক্তার বলেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আমার বুকের ধনকে ফিরে পেয়েছি। তিনি আরও জানান, সাত ঘণ্টার খোঁজাখুঁজির...