কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হত্যার তথ্য জানিয়েছেন। নিহত আনন্দ ঘোষ উনশিয়া গ্রামের সুধীর ঘোষের ছেলে। ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, উনশিয়া গ্রামের ব্যবসায়ী আনন্দ ঘোষের সঙ্গে বাড়ির ছাদের পানি পড়া নিয়ে তার আপন ভাই গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ ও যুগল ঘোষের মধ্যে বিবাদ চলছিল। তিনি আরো জানান, রবিবার বৃষ্টি হওয়ায় আনন্দ ঘোষের সঙ্গে তিন ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৌরাঙ্গ ঘোষ, কালা ঘোষ, যুগল ঘোষ, নয়ন ঘোষ ও সৌরভ ঘোষ লাঠি দিয়ে পিঠিয়ে আনন্দ ঘোষকে আহত করেন। পরিবারের লোকজন ও এলাকাবাসী আনন্দ ঘোষকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো...