ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে তিন দফা দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। সোমবার (বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব। তিনি জানান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্র ধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী...