শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের শাসনামলে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্খা হরণ হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় এসে শহীদ জিয়া দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যে সমাজে গণমাধ্যম স্বাধীন থাকে না, সেটিকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যমের মাধ্যমে মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন নয়, সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না।” রহমাতুল্লাহ সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন, “এই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা...