
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনভর ক্যাম্পাসজুড়ে ছিল নবাগত শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। এই আয়োজনে টিএসসি কমপ্লেক্সের সামনে বিশ্ববিদ্যালয়ের ২৩টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজেদের কর্মকাণ্ড তুলে ধরতে রঙিন স্টল সাজায়। সংগঠনের সদস্যরা নতুন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ও ফুল দিয়ে স্বাগত জানান। শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও হল কমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল...