জর্ডানের কিং আবদুল্লাহ (দ্বিতীয়) কাতারে ইসরাইলি হামলার ঘটনাকে ‘প্রমাণ’ হিসেবে উল্লেখ করেছেন, ইসরাইলের হুমকি ‘সীমাহীন’। তিনি বলেছেন, ‘আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার, সিদ্ধান্তমূলক এবং সর্বোপরি, নিরাশাজনক হতে হবে।’ কিং আবদুল্লাহ উল্লেখ করেছেন, ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের বিস্তৃত নীতিগুলো অব্যাহত রেখেছে, যা দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে। তিনি আরও বলেছেন, ‘সামিট থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে ইসরাইলের কর্মকাণ্ড মোকাবিলা করা যায়, গাজায় যুদ্ধ শেষ হয় এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত হওয়া রোধ করা যায়।’ একই অনুষ্ঠানে, মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘এই গুরুত্বপূর্ণ সামিট অত্যন্ত সংকটময় সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন পুরো অঞ্চলের জন্য গুরুতর চ্যালেঞ্জ বিরাজ করছে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ইসরাইলের হামলা স্পষ্টভাবে দেখাচ্ছে যে তাদের কার্যক্রম কূটনৈতিক ও সামরিক যুক্তির সীমা অতিক্রম করেছে। তারা সকল রেডলাইন পার করেছে। আমরা কাতারে ইসরাইলের...