এই আদেশ দিয়েছেন সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর) আদালত। ‘এখতিয়ারবহির্ভূত ও বেআইনি সাময়িক বরখাস্ত আদেশ’– এই অভিযোগে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা জারি করেন। মামলাটি করেছেন বরখাস্ত হওয়া শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ এইচ ইরশাদুল হক। ঘটনার সূত্রপাত গত ৯ সেপ্টেম্বর। ওই দিন খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে একজন নতুন প্রিন্সিপাল দায়িত্ব গ্রহণ করেন। এরপর সিনিয়র শিক্ষক আবেদা হক ও মো. রোকন উদ্দিন নিজেদের উদ্যোগে যথাক্রমে ভাইস প্রিন্সিপাল (নারী) এবং ভাইস প্রিন্সিপাল (পুরুষ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোনো বৈধ নিয়োগপত্র বা প্রমোশন ছাড়াই জোরপূর্বক এই পদে দায়িত্ব নেন এবং স্কুলের ওয়েবসাইটে তাদের পদবির হালনাগাদ করেন। শুধু তাই নয়, স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে...