*জিপলক ব্যাগে রাখুন* যদি ওয়াটারপ্রুফ কেস না থাকে, তবে বিকল্প সমাধান হিসেবে জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন। হঠাৎ বৃষ্টিতে কিছুটা সুরক্ষা মিলবে। *সরাসরি বৃষ্টির সংস্পর্শ এড়ান* ভারী বৃষ্টির মধ্যে ফোন ব্যবহার না করাই উত্তম। প্রয়োজনে ছাতার নিচে বা ছাউনি তলায় দাঁড়িয়ে ব্যবহার করুন। *ভেজা হাতে ফোন ব্যবহার করবেন না* ভেজা হাতে ফোন ধরলে সেটি ফসকে যেতে পারে এবং পানির সংস্পর্শে আরও ক্ষতির ঝুঁকি তৈরি হয়। *ওয়াটারপ্রুফ পাউচ বা ব্যাগ ব্যবহার করুন* যাদের নিয়মিত বৃষ্টিতে যাতায়াত করতে হয়, তারা বিশেষ সিলযুক্ত ওয়াটারপ্রুফ পাউচ ব্যবহার করতে পারেন। এটি ফোনকে অতিরিক্ত সুরক্ষা দেয়। সতর্ক থাকা সত্ত্বেও অনেক সময় ফোন ভিজে যেতে পারে। এমন পরিস্থিতিতে নিচের ধাপগুলো মেনে চলুন: — *তৎক্ষণাৎ ফোনটি পানি থেকে সরান* যত দ্রুত ফোন তুলে নেবেন, ক্ষতি তত কম হবে।...