ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী নেতারা হলে নিজেদের কার্যক্রম শুরু করেছেন। অনেকেই বিভিন্ন হলের দোকানে স্বউদ্যোগে বা হল প্রশাসনকে মাধ্যম রেখে জরিমানাও করছেন। তবে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রনেতাদের এভাবে জরিমানা করার সুযোগ নেই। এসব তাদের কার্যক্রমের আওতাধীনও নয়। হাজী মুহম্মদ মুহসীন হলে সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি হলের পাঁচটি দোকানে অভিযান চালিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের অভিযানের তথ্য তুলে ধরে তিনি লিখেছেন, দ্রুতই এসব দোকানগুলোর মালিকদের হল প্রশাসনের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দোকানগুলো পুনরায় অস্বাস্থ্যকর বা পচা খাবার পরিবেশন করলে হল প্রশাসনের মাধ্যমে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে বলে লিখিত নিয়েছেন তিনি। বিভিন্ন হলে শিক্ষার্থীরা অনেকদিন ধরেই খাবারের সঙ্গে টেস্টিং সল্ট দেওয়ার বিরোধিতা করে...