এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। দুই দলের জন্যই এই ম্যাচটি হবে সুপার ফোরের সমীকরণ মেলানোর মঞ্চ। বাংলাদেশকে হারালেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আফগানদের। তবে এমন ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন আফগান পেসার নাভিন উল হক। তার পরিবর্তে আব্দুল্লাহ আহমাদজাইকে দলে নিয়েছে আফগানরা। এসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো চোট থেকে সেরে ওঠেননি নাভিন। যে কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য তাকে ফিট ঘোষণা করেনি এসিবির মেডিকেল টিম। তাই ফিট হওয়ার আগ পর্যন্ত চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন আফগান এই পেসার। প্রসঙ্গত, নাভিন উল হককে নিয়েই এশিয়া কাপের স্কোয়াড সাজিয়েছিল আফগানিস্তান। কিন্তু প্রথম ম্যাচে হংকংয়ের...