১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের সেই ভাইরাল ক্ষুদে ফুটবলার জিসানের বাড়িতেউপহার পাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে জিসানের পরিবারের কাছে তারেক রহমানের উপহার হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এসময় আমিনুল হক বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে জিসানের ফুটবল খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে কিছু ক্রীড়া সামগ্রী ও অর্থ উপহার পাটিয়েছে।জিসানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব নিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জলহোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম,উপজেলা বিএনপির...