পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে খাগড়াছড়িতে ই. আন্দোলনের গণমিছিল NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। খাগড়াছড়ি:পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চেঙ্গী স্কয়ার থেকে গণজমায়েত শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম এবং খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা...