ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে যমজভাবে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে আরও একজন মারা গেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচতে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওই শিশু, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নবজাতকের মা প্রিয়ার ননদ ফারজানা আক্তার। ফারজানা জানান, সকালেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে দুই নবজাতক মারা যায়; রোববার রাতের বেলা একটি নবজাতক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করে। ছয় শিশুর মধ্যে তিনজনকে রাখা হয়েছিল ঢাকা মেডিকেলে, বাকিরা ছিলেন বেসরকারি হাসপাতালের আইসিইউতে। বর্তমানে একজন শিশু বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর পর নবজাতকগুলোর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। গর্ভধারণের ২৭ সপ্তাহে...