আন্তর্জাতিক উচ্চশিক্ষার ‘অস্কার’ নামে খ্যাত, মর্যাদাপূর্ণ আসর ‘পাইওনিয়ার অ্যাওয়ার্ডস ২০২৫’ সম্প্রতি লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহলে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশ থেকে বিশ্বের নেতৃস্থানীয় সাড়ে ৫শর বেশি শিক্ষা বিশেষজ্ঞ এবারের আয়োজনে অংশ নেন। প্রধান বক্তা হিসেবে এবারের আসর উদ্বোধন করেন MH Global Group-এর সিইও ও ড. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম মর্তুজা। অনুষ্ঠানে তিনি বলেন, গত তিন দশকেরও বেশি অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি— আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা শুধু আমাদের দায়িত্ব নয়, বরং এটি আমাদের নৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের উদ্দেশে তিনি বলেন, আমাদের নৈতিক দায়িত্ব হলো তরুণ প্রজন্মের জন্য আরও উন্নত সুযোগ, সৃজনশীলতার বিকাশ এবং টেকসই উন্নয়নের পরিবেশ তৈরি করা, যাতে তারা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। ট্রান্সন্যাশনাল...