ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোহিনী নব্বই দশকে দারুণ জনপ্রিয় ছিলেন। নানা ভাষার সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। শিবাজি গনেসান থেকে চিরঞ্জীবী, মোহনলাল থেকে মাম্মুটি— দক্ষিণের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন তিনি।তবে সাফল্যের পেছনে থেকে গেছে তিক্ত অভিজ্ঞতাও। সম্প্রতি বিকটনকে দেওয়া এক সাক্ষাৎকারে সে অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কানমনি’-র একটি দৃশ্য শুটিংয়ের সময় গভীর অস্বস্তিতে পড়েছিলেন অভিনেত্রী।মোহিনী জানান, পরিচালক আরকে সেলবামনি তাকে একটি স্যুইমসুট দৃশ্যে অভিনয় করতে বলেন। কিন্তু এতে তিনি একেবারেই রাজি ছিলেন না। তার ভাষায়, “আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম, খুব কেঁদেছিলাম এবং কাজটি করতে অস্বীকৃতি জানাই। পরে অর্ধেক দিন শুটিং বন্ধ রাখা হয়। আমি বলেছিলাম, আমি সাঁতার জানি না, আর একজন পুরুষ প্রশিক্ষকের সামনে এমন পোশাকে শেখা...