সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আরও এক নবজাতকের মৃত্যুতে এ সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নবজাতকের স্বজন বাবুল মিয়া বলেন, নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। নবজাতককে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে। তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চা নিয়ে মা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এর আগে, এদিন সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে মৃত্যু হয় দুই নবজাতকের। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আরেক...