আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর ১৭ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় হাসপাতাল ছাড়েন বলে নুরের ফেইসবুক পেইজে বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নুরের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এজন্য তার কয়েক মাস সময় লেগে যেতে পারে। এ অবস্থায় মঙ্গলবার অন্য কোনো হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হয়েছে তার ফেইসবুক পেইজে। সেখানে বলা হয়, “ডাক্তারদের ভাষ্যমতে যেভাবে তিনি (নুর) মাথা ও মুখ-মণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। বর্তমানে তার ‘ন্যাজাল বোন ফ্র্যাকচার’ হয়ে ‘ডিসপ্লেস’ অবস্থায় আছে, যা অপারেশনের মাধ্যমে পজিশনে...