বিশ্ব অ্যাথলেটিকসে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন নাজিমুল হোসেন। কিন্তু স্বপ্নের মঞ্চে নিজের সেরাটা দিতে পারলেন না সেনাবাহিনীর এই হার্ডলার। আজ জাপানের টোকিওতে অনুষ্ঠিত পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে ৯ জনের মধ্যে ৯ম হয়েছেন তিনি। সময় নিয়েছেন ৫২.৪৭ সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের চেয়ে অনেক পিছিয়ে। অথচ, জাতীয় অ্যাথলেটিকসে আরো কম সময়ে সেরা হয়েছিলেন রনি। গত ফেব্রুয়ারিতে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩২ বছরে পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি। সর্বশেষ সামার অ্যাথলেটিকসেও কম সময়ে সোনা জেতেন রনি। গত মাসে ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।সব মিলিয়ে ৪৪ জন প্রতিযোগীর মধ্যে নাজিমুল হয়েছেন ৪২তম। তাঁর হিটে প্রথম হয়েছেন নাইজেরিয়ার এজেকিয়েল নাথানিয়েল, ৪৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে। তবে হতাশার এই ফলাফলের মাঝেও নাজিমুলের লড়াই অনুপ্রেরণার। কারণ কয়েক মাস আগেই এই...