ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় মাছ রক্ষার উদ্দেশ্যে অভিযান চালিয়ে শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নির্দেশে সোমবার (পনের সেপ্টেম্বর) সন্ধ্যায় জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সকাল থেকেই উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. লিয়াকত আলী জানান, দেশীয় মাছ রক্ষার জন্য নানাধরণের জাল সরকার নিষিদ্ধ করেছে। এর মধ্যে ম্যাজিক জাল বা চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইতোপূর্বে নিষিদ্ধ জালের গুদাম, নদী ও বিল বাঁওড়ে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। আজ রূপাপাত ইউনিয়নের কদমী বিলে অভিযান চালিয়ে শতাধিক জাল জব্দ...