আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বড় বিস্ময় হতে পারে মহাকাশের ছোট ও লাল আলো ছড়ানো বিভিন্ন বিন্দু। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিতে দেখা গেছে এসব বিন্দু। প্রথমে বিজ্ঞানীদের অনুমান ছিল, এসব বস্তু হচ্ছে এমন এক ধরনের ছায়াপথ, যা বিগ ব্যাংয়ের কয়েক কোটি বছর পরেই বড় ও পূর্ণাঙ্গ রূপে গঠিত হয়েছিল। এ ধারণাই গবেষকদের অবাক করেছে। কারণ আমাদের ছায়াপথ তৈরি হওয়ার যে বর্তমান ধারণা, তার সঙ্গে একেবারেই মেলে না এটি। তবে এখন ‘পেন স্টেট ইউনিভার্সিটি’সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দলের অনুমান, সম্পূর্ণ ভিন্ন ধরনের জ্যোতির্মণ্ডলীয় বস্তু হতে পারে এসব লাল বিন্দু, যা ‘ব্ল্যাক হোল তারা’ নামে পরিচিত নতুন ধরনের এক মহাজাগতিক বস্তু। ২০২২ সালের দিকে যখন নিজের তোলা প্রথম ছবি পাঠানো শুরু করে জেমস ওয়েব তখন প্রাথমিক মহাবিশ্বে...