মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো কোন চাপে নেওয়া হয়নি। সৌজন্য ও অনুরোধের প্রেক্ষিতে এ বছর ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। তিনি আরও জানান, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। ফরিদা আখতার বলেন, “এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কমেছে। তবে চলতি মাসেই দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।” এছাড়া তিনি জানান, গবাদি পশুকে এলএসডি (লিউকেমিক সেপটিসিমিয়া) মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করা হবে। তিনি সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য...