ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করে পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে চন্ডিপাশা হাই স্কুলের খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইত্তেফাকুল উলামা নান্দাইল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম কাসেমী এবং সঞ্চালনা করেন মাওলানা আমরুল্লাহ। বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। তাই শিশুরা নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে বেড়ে উঠুক—এটাই জনগণের প্রত্যাশা। সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তকে তারা অবাস্তব ও অনুপযুক্ত দাবি করে বলেন, নৈতিক অবক্ষয় রোধ ও সুনাগরিক গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। বক্তারা সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।...