স্থানীয়রা জানান, দুপুর একটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে পাশের পুকুর থেকে পানি এনে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। গরুগুলো গোয়ালঘর থেকে বের করতে পারলেও ঘরের ভেতরের কিছুই রক্ষা করা যায়নি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তেই সবকিছু ভস্মে পরিণত হয়। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, হঠাৎ আগুনে আমার সব শেষ হয়ে গেল। চোখের সামনে স্বপ্নের ঘরটি ভস্মীভূত হলো। ঘরে ধান, চালসহ যাবতীয় জিনিসপত্র, এমনকি আমার ছেলের শখের...