দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই রেঞ্জে সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগীদের টাকা থেকে ৮ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, কথিত এনজিওকর্মী এনামুল হক, অবসরপ্রাপ্ত মালী আয়েন উদ্দিন ও বর্তমান সদর বিট কর্মকর্তা মো. সুলতান হোসেনের যোগসাজশে এ দুর্নীতি সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়বাইলশিরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে এনামুল হক নিজেকে বন্ধ হয়ে যাওয়া এনজিও পল্লীবন্ধু পরিষদ এর নির্বাহী পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তর থেকে বিশেষ সুবিধা আদায় করছেন। বিশেষ করে বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প থেকে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, চরকাই রেঞ্জের বিভিন্ন সড়কে সৃজিত বাগানে নাম অন্তর্ভুক্তির কথা বলে এনামুল হক ও আয়েন উদ্দিন শতশত সাধারণ মানুষের কাছ ২-৩ হাজার টাকা করে নিয়েছেন। এমনকি প্রায় দুই বছর...