দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ সব কটি মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনের একপর্যায়ে সূচকের বড় উত্থান হলেও দিন শেষে তা স্থায়ী হয়নি। উল্টো এদিন এক্সচেঞ্জটির লেনদেনে যে কটি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যক সিকিউরিটিজের দর কমেছে। আর সার্বিক লেনদেন আরও তলানিতে নেমেছে। সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল রোববার লেনদেন শেষে যা ৫ হাজার ৪৬৮ পয়েন্টে ছিল। ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে উঠেছে। গতকাল রোববার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার...