ঢাকা : কাস্টিং কাউচ বিষয়টা যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে জলভাত। আজ যাঁরা বলিউডে দাপিয়ে অভিনয় করছেন, সেই নায়িকারাও তাঁদের কেরিয়ারের শুরুতে বহু বহু অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন।অনেকে প্রতিবাদ করেছেন। তো আবার অনেকে চুপ করে সহ্য করেছেন, শুধু কেরিয়ারকে বাঁচাতে। এই তালিকায় রয়েছে অনিল কাপুরের মেয়ে, বলিউড অভিনেত্রী সোনম কাপুরও। তবে তিনি অবশ্য চুপ করে থাকেননি। প্রতিবাদও করেছেন। পরিচালককে উত্তম-মধ্যম দিয়ে ছবিও ছেড়েছেন।সালটা ২০০৭। পরিচালক সঞ্জয়লীলা বনশালির হাত ধরে সাওয়ারিয়া ছবি থেকে বলিউডে পা দিলেন সোনম কাপুর। বিপরীতে রণবীর কাপুর। ছবি বক্স অফিসে একেবারে ফ্লপ। এই ছবির পর প্রায় দুবছর বসেই ছিলেন সোনম। এরপর তাঁর ঝুলিতে আসে দিল্লি ৬ ছবি। এরই মাঝে সোনমের সঙ্গে ঘটে গিয়েছিল অপ্রীতিকর ঘটনা। বলিউডের এক নামকরা পরিচালকই তাঁকে অশ্লীল মন্তব্য করেছিলেন।কফি উইথ করণে এসে সোজা সাপটা...