নিহতরা হলেন: কসবা উপজেলার মান্দাইরপুর গ্রামের আবু তাহের মাস্টারের মেয়ে মোছা. পপি আক্তার (২৬) ও একি এলাকার সিএনজি চালক মো. সাদেক মিয়া।দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পপি আক্তার ও মো. সাদেক মিয়া নামে দুটি মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।নিউজজি/নাসি দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম...