বর্ষার এখন ভরা যৌবন। আষাঢ়ের মাঝামাঝি থেকে পুরো শ্রাবণ মাস জুড়ে টানা বৃষ্টিতে পানিতে টইটুম্বুর খাল-বিল, মাঠ-ঘাট। বর্ষা আসলেই দেশীয় মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়তো মাছ শিকারীরা। বর্তমানে সেই জৌলুস আর নেই। কুমিল্লার চান্দিনায় বর্ষারভরা মৌসুমেও মুক্ত জলাশয়ে মাছের আকাল দেখা দিয়েছে। খাল-বিলে মাছ শিকারের অন্যতম ফাঁদ ভেসাল জালও পানিতে না ফেলে টানিয়ে রাখতে দেখা গেছে। ইংরেজী অক্ষর ‘ভি’ আকৃতির এ জাল সাধারণত খাল ও বিলে ব্যবহার করা হয়ে থাকে। যা পানির ওপর ভেসে থাকা এক ধরনের বড়জাল, যেটি একটি নির্দিষ্ট জায়গা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় এবং পানির গভীরতা বুঝে পানির তলদেশ পর্যন্ত ডুবিয়ে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে জালটিকে হাত দিয়ে টেনে তোলা হয়, আর তাতেই উঠে আসে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। বর্তমানে এসব দেশীয় প্রজাতির অধিকাংশ মাছ প্রায়...