রোববার (১৪ সেপ্টেম্বর) পর্দা উঠেছে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। যেখানে বাজিমাত করেছে অস্কারজয়ী চীনা নির্মাতা ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’। মর্যাদাকর পিপলস চয়েস পুরস্কার জিতেছে সিনেমাটি। হ্যামনেট নির্মিত হয়েছে ম্যাগি ও’ফ্যারেলের একই শিরোনামের আলোচিত একটি উপন্যাসের ওপর ভিত্তি করে। এতে ফুটে উঠেছে কিংবদন্তি লেখক উইলিয়াম শেক্সপিয়ার ও তাঁর স্ত্রী অ্যান হ্যাথওয়ের (অ্যাগনেস) পারিবারিক জীবন, যখন তাঁরা তাঁদের ছোট ছেলেকে নিয়ে দুঃখপ্রকাশ করছেন। গল্পটি বাস্তবঘেঁষা, তবে কাল্পনিক। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেসি বাকলে ও পল মেসক্যাল। অন্যদিকে, এবারের উৎসবে যৌথভাবে রানার্সআপ হয়েছে গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং রেইন জনসন পরিচালিত ‘হুডুনিট’র সিক্যুয়েল ‘ওয়াক আপ ডেড ম্যান: আ নাইভস আউট মিস্ট্রি’। এ ছাড়া প্রথমবারের মতো চালু হওয়া আন্তর্জাতিক পিপলস চয়েস পুরস্কার জিতেছে পার্ক চ্যান-উকের ডার্ক কমেডি থ্রিলার ‘নো আদার চয়েস’। প্রামাণ্যচিত্র বিভাগে...