জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, এর মাধ্যমে চব্বিশের অভ্যুত্থানকে অস্বীকার করা হচ্ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, ‘সেনাবাহিনীর অধিকাংশ জওয়ান, সিপাহী, জুনিয়র অফিসাররা দেশপ্রেমিক। কিন্তু সশস্ত্র বাহিনীর উপরের দিকে একটা ক্রিমিনাল গ্যাং আছে, যাদের আমি দিল্লির গোলাম বলি সবসময়। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।’ ব্যারিস্টার ফুয়াদ যোগ করেন, ‘তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রথমে কোনো একটা পরিশুদ্ধ সাপের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ বানাতে চেয়েছিল। কিন্ত আওয়ামী লীগের পরিশুদ্ধ সাপ না পাওয়ার কারণে তারা এখন জাতীয় পার্টির ওপর ভর করেছে। জাপাকে দিয়ে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়।’ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও জাতীয় পার্টির শীর্ষ নেতারা...