নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু জন্মের পর থেকেই তারা সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিল।ইতোমধ্যে পাঁচ নবজাতক মারা গেছে। বেঁচে আছে মাত্র একটি মেয়ে শিশু, তবে তার অবস্থাও আশঙ্কাজনক। প্রিয়ার পরিবার জানায়, গর্ভধারণের ২৭তম সপ্তাহে ছিলেন তিনি। স্থানীয়ভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন এবং আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে গর্ভে পাঁচ সন্তান আছে বলে জানা যায়। গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোন লিপির বাসায় আসেন। সেখানে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) হঠাৎ ব্যথা শুরু হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে স্বাভাবিকভাবে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন তিনি। ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, প্রিয়া ২৭...