১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় রোহিঙ্গা নারী সুরুজ জামানের পরিবার। সুরুজের প্রথম সন্তান তৈয়বা আক্তার অবৈধ উপায়ে তৈরি করেছেন বাংলাদেশি পাসপোর্ট। আর সেই পাসপোর্টে তিনি নিয়মিত অবাধে মালয়েশিয়া যাতায়াত করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিসহ রোহিঙ্গা ক্যাম্পে তৈয়বার রয়েছে একাধিক স্বামী। এছাড়াও বিয়ের নামে অভিনব প্রতারণার ফাঁদে ফেলে অসংখ্য বাংলাদেশি ও রোহিঙ্গা যুবককে তিনি করেছেন নিঃস্ব। কে এই তৈয়বা?উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে 'রোহিঙ্গা সুন্দরী মালয়েশিয়ান তৈয়বা' নামে ব্যাপক আলোচিত এই নারী। রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রদত্ত এমআরসি কার্ড (শরণার্থী পারিবারিক প্রত্যায়ন পত্র) এর তথ্যানুযায়ী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের (কুতুপালং আরসি) বি-ব্লকের বাসিন্দা। এমআরসি নং- ১৮৫৭০ ক্রমিকের কার্ডটির তথ্য বলছে, ওই ব্লকের ৪১নং শেডে বাস করা তৈয়বা আক্তারের জন্ম ১৯৯৪ সালের ১ জানুয়ারি।...