গাজা যুদ্ধে ইসরায়েলি কর্মকাণ্ডের কারণে যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিরক্ষা একাডেমিতে ওই দেশটির নাগরিকদের ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সরকার নিশ্চিত করেছে, রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ আগামী বছর থেকে ইসরায়েলের কোনো শিক্ষার্থীকে গ্রহণ করবে না। খবর দ্য টেলিগ্রাফের। ব্রিটিশ কর্তৃপক্ষের এমন ঘোষণার পর এই কলেজে পড়াশোনা করা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের একজন মিত্রের প্রতি গভীর অসম্মানজনক এবং অবিশ্বস্ত কাজ’ বলে অভিহিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে আমির বারাম এই সিদ্ধান্তকে একটি ‘বৈষম্যমূলক কাজ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ‘যুক্তরাজ্যের সহনশীলতার গর্বিত ঐতিহ্য এবং সাধারণ শালীনতা থেকে এক লজ্জাজনক বিচ্ছেদ।’ তবে যাই হোক, রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ এই প্রথমবার ইসরায়েলিদের বাদ দিল। মেজর জেনারেল বারাম বলেন, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইসরায়েল...