১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার মি. চৌধুরীকে দশদিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদনের শুনানি নিয়ে, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান দুই দিন রিমান্ডের আদেশ দেন। রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত শনিবার সকাল সাড়ে দশটার দিকে এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। সেদিন তিনি একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর দিতে পারেননি তিনি। পরে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেয়া হয়। বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম।...