যুক্তরাষ্ট্রে অবৈধ এক অভিবাসীর হাতে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শাসনামলে অবৈধ অভিবাসী অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ডালাস অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর ডাউনটাউন সুইটস মোটেলে ৫০ বছর বয়সী চন্দ্র মৌলি নাগমাল্লাইয়া তারই সহকর্মী ইয়োরদানিস কোবোস-মার্টিনেজের হাতে নিহত হন। একটি ভাঙা ওয়াশিং মেশিন নিয়ে তর্কের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি মাশেটে (দা) দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার সময় নিহতের স্ত্রী ও সন্তান সেখানে উপস্থিত ছিলেন। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমার শাসনামলে অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, কোবোস-মার্টিনেজ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ থাকলেও অপরাধমূলক রেকর্ডের...