হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে সাম্প্রতিক অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে নিয়োগ পেয়েছেন ৩ জন নতুন মন্ত্রী। এরা হলেন কুলমান ঘিসিং, রামেশ্বর খানাল এবং ওম প্রকাশ আরইয়াল। কুলমান ঘিসিং পেয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব, রামেশ্বর খানালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওম প্রকাশ আরইয়াল এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন। আজ সোমবার নেপালের সাবেক প্রধান বিচারপতি এবং দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন এই মন্ত্রীদের নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম (জেন জি)-এর নজিরবিহীন অভ্যুত্থানে পতন ঘটে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের। অভ্যুত্থানে নিহন হন মোট ৭২ জন এবং আহত হান আরও কয়েক শ’। সরকার পতনের পর গত ১২ সেপ্টেম্বর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন সুশীলা কার্কি। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের...