আনারস কলার পরেই পেঁপে তৃতীয় স্থান করে নিয়ে মধুপুরের প্রধান অর্থকরি ফসল হিসেবে। এক সময় আনারস ছিল প্রধান অর্থকরি ফসলের তালিকায় সেরা। দ্বিতীয় কলার পরেই এখন পেঁপে। পেঁপে দীর্ঘদিন চাষাবাদ হলেও অন্যান্য ফসলকে টপকাতে পারেনি। উচ্চ ফলনশীল জাতের পেঁপের বীজ বাজারে আসার পরেই সূচক এগিয়ে যায়। এক লাফেই এগিয়ে যায় কয়েকধাপ। এখন চাষীরা মনে করছে কলাকে পিছনে ফেলে যেতে পারে পেঁপে চাষ। কারণ হিসেবে কৃষকরা মনে করছে পেঁপে নানা ভাবে আবাদ করা যায়। সাথী থেকে শুরু একক ফসল হিসেবেও চাষে ফলন ও দামে কোন প্রভাব পড়ে না। অল্প সময়ে কম খরচে কয়েকগুণ লাভ আসে। রোগ জীবানু কম হওয়ায় ফলন হয় বেশি। কেজি দামে বিক্রির সুযোগ থাকায় ঠকে যাওয়ার সম্ভাবনাটাও কমে গেছে। প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়লো সবজি হিসেবে বাজারে ভালো দাম...